ও মাইয়া মোঁরে…

শামসেত তাবরেজী

লে হালুয়া, তকদির আমার
গণতন্ত্রময় আর বটে লোহার গরমে
অভিজ্ঞান বসন্ত হয়েছে

ছেঁড়া স্ট্র্যাপস চপ্পলের
তবু হাঁটা হল ৮-১০কিমি
যেখানে ধনচের ফুল
ইয়ে মাখছিল
সংগঠনের মুখে
এবং আমরাও একবার…,
যেহেতু শিক্ষা হয় দেখে,
ভালবেসে

লে হালুয়া, কত ভোট এলোগেলো
কত মস্তানির বারুদ উড়ল
আহা, দুধ
ঝরিয়ে ঘুমাতে গেল
হিংচে শাকের দেশে

যেথা কোন মন্ত্রী নাই স্তাবকতা নাই
পরিস্ফুটন শুধু আতামর্মে
বৈধ সঙ্গীত

লে হালুয়া আবার ঠুমরি
বেগম আখতার আবার

হাতপাশরীর সেঁধানো

ও মাইয়া মোঁরে…

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top