দুটি কবিতা

সাখাওয়াত টিপু

মায়াবি খোলস

কে কোন দিকে যাবেন
ঋতু বদলাতে বদলাতে
তুমি মরতে মরতে যেন
কচি কচি পাতা ফোটে

কে কে আসিবেন খেতে
লিঙ্গ দোলাতে দোলাতে
আর তুমি উরু ফাক করে
কাটিতেছ ফর্সা তরমুজ

যদি নাই আসো তবে
হবে অশেষ নাগাদ
কারণ দুনিয়ার সবাই
ভাগতে ভাগতে জাগে

সে খেলায় আমি খোলামন
আর আপনি তুমির দিকে যায়!

২৩. ০৬. ২০১১

পায়ের ভিতর রাত রাখা

না বললেই নাইই হয়
হাঁ বললেই মুদ্রা লয়
কথার ভিতর কোনাকুনি
মনের কথার গান শুনি

ঘোরের উপর সুখ সুখ
ঝর ঝরে কার নিত্য দুখ
পায়ের ভিতর রাত রাখা
কার বাইরে শরীর খা খা

ঘরে ঝি ঝি মাথা ধরে
নে এলিয়ে অধিকার
কি দিলি কে হয় তাল
আধা বেলা মদ্য মাল

১.২.২০১১

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top