দুটি কবিতা

মুগ্ধ চন্দ্রিকা

প্রহর

ভোরের দিকে তাকালে দেখি
তার উষ্ণ সুরে
আর, ধারালো কিরণে
নেচে ওঠে এক অজানা পাথর

দুপুরের মায়াবী মুখ থেকে
ঝরতে থাকে হলদে বৃষ্টি
ভেজা চাঞ্চল্যে অস্থির সে প্রহর, ক্লান্ত আমি

মনে দাগ নিয়ে বসে থাকা বিকেলের
আয়নাহীন চেহারায়
খুঁজে পাওয়া যায়
নীল গোলাপি স্মৃতি-
রৌদ্রের কাছ থেকে দূরে সরে যাওয়ার…

সাঁঝের ঘ্রাত অভিমানে, চিন্তিত আমি
একলা ঘুরে বেড়ায় সে মেঘের নৌকায়
তৃষ্ণার্ত তার দৃষ্টি
কেঁপে ওঠে তার নিরাকার উপস্থিতি

নেই রাতের সাথে কোনো কথা
পেলাম না তার চিঠির উত্তর
ওপরে তাকিয়ে দেখলাম–
কালো দেহ বেয়ে পড়ছে
রঙিন অশ্রু !

 

আলোর ওড়না

দেখছি সেই চাঁদের আলোকে
জ্বলছে়
আবার নিভছে
পুরো অন্ধকারও যেন
লজ্জা পেয়ে লুকিয়ে পড়ে
আলোর বিশাল ওড়নার আড়ালে

শব্দও পেতে চায় না শাস্তি
নিঃশব্দে মিথ্যা বলে হারিয়ে যায়
যেন কোনো এক ছোট কয়েদখানায়

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top