শিহাব উদ্দীন রাশেদের একগুচ্ছ কবিতা

মোটেও

পুনর্বার তির্যক কর না ঠোঁট
তোমার নির্ভাবন প্রপঞ্চে
এমন ব্যঞ্জনা
মানায় না
মানায় না, মোটেও!

 

আরেকটু

আরেকটু, আরেকটু, আরেকটু কাঙাল
আরেকটু জ্বালাও আগুন…
আরেকটু হাসলে পূরবী
আরেকটু পুড়ে পুড়ে
আরেকটু মজে যাই
আরেকটু পচে
আরেকটু হ
আরেকটু

 

কাজুবাদাম

এসো কাঙাল, কাজুবাদামের মতো
ঝেড়ে নাও, স্বর্ণালি অভিমান যতো
দু’জনেই ঝুলে থাকি পাশাপাশি;
নিশ্চিন্তে নিদারুণ ভালোবাসাবাসি…!

খুলে রেখো পালাবার পথ
খুলে রেখো, তোমার সদাচারী বাতায়ন
নেই আমার, অন্য কোন পালাবার পথ।

 

বিরতিহীন কবিতা

যদি কোন বরফ ঢাকা চত্বরে
জনসমুদ্র কাঁপিয়ে উচ্চারণ করি—
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি…
ভেবে নিয়ো এটাই আমার—
বিরতিহীন কবিতা!

—–

শিহাব উদ্দীন রাশেদ

জন্ম ১ জানুয়ারি ১৯৯০, ফটিকছড়ি, চট্টগ্রামে। বাবা মরহুম মোঃ রমজান আলী, মা রোকেয়া বেগম। লেখাপড়া করেছেন হেয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজে। বর্তমানে NGOতে সমাজকর্মী, হিসাব রক্ষক ও শাখা ব্যবস্থাপক সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- শালিকের সাথে প্রেম, অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে।

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top