অস্পৃশ্য

ইকবাল আজিজ

দাঁড়িয়েছিলে সকাল থেকে পথের ধারে–
তোমায় কেউ ছোঁয়নি কোন রানী।
তুমি একাই টানলে ব্যথার ঘানি
তোমায় নিয়ে কেবল কানাকানি।

দাঁড়িয়েছিলে সকাল থেকে পথের ধারে
পড়েছিলো কি ভূতের ছায়া তোমার ঘাড়ে
তোমায় তাই ছোঁয়নি কোন পরী।
তারা সবাই চললো তাড়াতাড়ি
তারা শধুই দেখলো কালের ঘড়ি।

তোমায় কেন ছোঁয় না কোন মেয়ে?
তুমি কি ভাই জোলা কিংবা নেয়ে?
দাঁড়িয়েছিলে সকাল থেকে পথের ধারে
কালের অরূপ বীজ–
জানি তুমি আসছো সুদূর থেকে
ইকবাল আজিজ!

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top