সাঁকো –উজান-তুমি

মহুল বসু

এক ছাত হয়, সম্পর্ক জুড়ে
বিছানার চাদরে ঢাকা চেতনা।
নিপুন বুনটে শীতলতা, শীতল পাটির…
ছাইতে-নাইতে, বছর ঘুরে যায়।

হলুদ নেশা ধরে, কপাট-রুদ্ধ জীবন
ফাঁকফোকড় দিয়ে সূর্যস্নান।
শূন্য থেকে কাঁধে চুমু খায় সন্ধ্যা তারা…
প্রেম ঢুকে পড়ে বন্ধ করিডোরে।

তোমার স্পর্শ, বাঁচতে ডাকে… আয়,
এদিক-সেদিক, একাল-সেকাল।
এক পা এগোলে সাঁকো…
দু পা এগোলে উজান…
তিন পা এগোলে তুমি।।

বাঁধা থাক এ জীবন,
যদি, জীবনের গন্ধে বন্ধক দিতে পারি।।

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top