সনতোষ বড়ুয়া
খেল চলছে খেল
ভিন দেশীরা নিচ্ছে কেড়ে
বাংলাদেশের তেল ।
কারা খেলায় খেল ?
গদির মায়ায় যারা ফাটায়
টেকো মাথায় বেল ।
জানিস কিছু তুই ?
কারা এসে নিচ্ছে কেড়ে
গোলাপ- জবা- জুঁই ।
হায়রে সোনার দেশ
যেতে যেতে সব গিয়েছে
কোথায় অবশেষ ?
হিসেব করি চল্
কারা নাড়ায় আমার দেশের
কাঠি এবং কল ।
Facebook Comments