কচি রেজা
মধ্যবিত্তের বাঁশি তাই
অসুস্থ তর্জনীর কোনো সম্বোধন নেই
প্রতিবর্ণ শামুকের সরল আঙুলও ঘোরতর নিস্তব্ধ
সমুদ্র উল্টে পড়েছে
বালু কী আত্মাময়ী? মাড়িয়ে যাচ্ছে কৌটা
পুনর্বার জন্ম নিতে চাই যে কোনো ডে অফের দিন
ধলেশ্বরীতে ঝাঁপখেলা পূর্বদেশীয় মাছ আমি
বেরিয়ে এসেছি
খোলা
নগ্ন
কুমারি সমুদ্রে
সমুদ্র উলটে পড়েছে গ্লাসে
Facebook Comments