শামীম আজাদ
নতুনজামাটা নামাতেই
হ্যাঙ্গারের হাড়ে হাড়ে কি নরম হাসি
দিনতো গিয়াছে দূর্বার
আমার তরকারি হাতে তখনো
ঈদের সুগন্ধী সেমাই
প্লেটে প্লেটে ফটোগ্রাফ
দরজা দাঁড়িয়ে একা খিল খিল
পা থেকে প্লাস্টিক এক দুই পাঁচ
জোড়ায় জোড়ায়
গ্লাসে গ্লাসে সহস্র সুষ্রুসা এন্টাসিড
বিকেলে ব্রা ভরা বরষা
ফ্রিজ ঠাসা ফিশ ফিংগার
রাতে বাহু ভাসা বাগান বিলাশ
তোমাদের চটপটিও ভালো ছিল
লম্বা ফ্ল্যাটের লোমজুড়ে
গা গরম করা দীপক, মিয়া তানসেন
ঐ প্রাণজট, টইটুম্বর ট্রাফিক
বোটা খুলে বোরখা খসে যাওয়া
চোখের নীলের ঠিক নিচে
টুকটুকে নদী
সিঁড়ির সিঁথি ভেঙে কাকতালীয় শিশুদের
অন্তহীন নামা আর ওঠা
নামা আর ওঠা
মন্দ লাগেনি কখনো
হাতে হাতে বেড়ে ওঠা ওসব পুরানো হুলোস্থুল।।
Note: কত বছর ধরে ঈদ সংখ্যায় কবিতা লিখছি, কিন্তু ঈদ নিয়ে আজ এই প্রথম।
শা আ
Facebook Comments