মাহমুদ কামালের তিনটি কবিতা

জনসমুদ্র এবং সাগরের ধ্বনি

জনসমুদ্র আর সাগরের ঢেউ
কখনো সংক্ষুব্ধ কখনো বিক্ষুদ্ব
সাগরের উত্তাল ধ্বনি
জনসমুদ্রের ধ্বনিসাম্যের কাছে
কখনো নত কিংবা কখনো পরিণত
সাগরের একবিন্দু জল
বেদনার নোনার সাথে
অশ্রু হয়ে গেলে
সাগরের শক্তিমত্তা
কখনো কি কমে?
জনসমুদ্র থেকে প্রতিদিন
বিয়োগে বিয়োগে শব্দরাজি
তবুও ধ্বনিসাম্য বিচ্যুত নয়।

একদিন আমারও আমারও…

নতুন ধ্বনির মাঝে দ্রবীভূত হবে
ওইদিন মৃদু ধ্বনিগুলো

১১.৭.২০২২

 

কাগজের বাঘ

বিরোধে বিরোধে বেলা চলে যায়

সময় চমক দিয়ে বলে
চলো সেইখানে চলো
যেখানে বাঘিনী ও পুরুষ
একসাথে থাকে।
এই বিকেলবেলায়
কী ভাবে সময়ের সাথে
তাল রেখে বাঘিনীর বাড়ি যাই
ছোট এ জীবন তবু সিংহ নই, বাঘ নই
বিরোধে বিরোধে থেকে
কাগজের বাঘ হয়ে আছি

১.৭.২০২২

 

যতির বিপরীতে

নদীর পাড়ে ঘর বেধেছি খরস্রোতা ঢেউ
চর্তুদিকেই ভুল মানুষের সমূহ চিৎকার
বোয়াল মাছের উদরপূর্তি সরপুঁটিদের ভয়
তীব্র স্রোতে যাচ্ছে ভেসে ন্যূনতম দিন
আকাশ আমায় ডাক দিয়েছে মেঘের রাজ্য থেকে
দূরদিগন্তে পালিয়ে বেড়ায় তোমার মুখচ্ছবি
মেঘবালিকা নওতো তুমি ইজেল ভরা রতি
নদীর কাছে ঘর বেধেছি যতির বিপরীতে
ভাঙা সংসারের মতো ভাঙছে নদীর স্রোতে
আমাকে ভয় দেখায় মৃত্যু স্থিতাবস্থার কালে।

২০.৭. ২০২২

 

মাহমুদ কামাল

জন্ম ২৩ অক্টোবর ১৯৫৭। বর্তমান নিবাস পূর্ব আদালত পাড়াটাঙ্গাইল। বাংলা ভাষা  সাহিত্যে সম্মানসহ মাস্টার্সপেশায় অধ্যাপনা। প্রথম কাব্যগ্রন্থ পরকীয়া (১৯৯৭) দিয়ে আত্মপ্রকাশ শুরু  কাব্যচর্চার পাশাপাশি লিখেছেন গল্পউপন্যাসপ্রবন্ধভ্রমণস্মৃতিকথা,  পঁচিশটিরও অধিক মৌলিক গ্রন্থ রয়েছে এছাড়াও কখনও একক ভাবে কখনও যৌথ ভাবে সম্পাদনা করেছেন কবিতা নিয়ে একাধিক প্রামাণ্য গ্রন্থ

তিনি কেবল কবি ননএকজন সফল সংকঠকও ১৯৯০ সাল থেকে সম্পাদকটাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার। টাঙ্গাইল জেলার বহু সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোত জড়িত  ২০০৬ থেকে বাংলা কবিতা উৎসব শিরোনামে একটি কবিতা উৎসবের আয়োজন করে আসছেন এই উৎসবে প্রতি বছর অংশগ্রহণকারী কবির সংখ্যা  বাড়ছে ২০২০ তিনদিন ব্যাপী এই উৎসবে ঢাকাসহ সারাদেশ থেকে প্রায় ৩৫০শ আর অধিক কবি  এবং ভারত থেকে ৬০জন কবি অংশগ্রহণ করেছেন। তিনি ভারত ও বাংলাদেশ দুই দেশ থেকেই পেয়েছেন অসংখ্য সম্মাননা  পুরস্কার

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top