নভেরা হোসেনের গল্প: নির্জনতা

গত কয়েকদিন ধরেই লক্ষ করছি মানুষের সঙ্গ কেমন যেন অসহনীয় হয়ে উঠেছে। ঘর থেকে বের হওয়া মানেই তাদের সম্মুখীন হওয়া। এমনকী ঘরেও আপনি যত চেষ্টাই করুন না কেন একা হতে পারবেন না, লোকজন আপনাকে চারপাশ থেকে সাঁড়াশি দিয়ে টেনে ধরবে। যখন আপনি নিজের ঘরে নির্জন দুপুরে ঘুমিয়ে থাকবেন তখনও ময়লাওয়ালা নয়তো পিয়ন এসে কলিংবেল চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত না আপনি তিনতলা থেকে নিচে নেমে এসে কলাপসিবল গেট খুলে দেবেন তারা অপেক্ষা করতে থাকবে। আপনার কাঁচা ঘুম ভাঙিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে তবে তারা যাবে। হয়তো সেদিন আপনার ময়লার ঝুড়িতে একটা বাদামের খোসাও জমা হয়নি তবু নিয়ম মাফিক ময়লাওয়ালা আসতে থাকবে, আপনিও চরম অসহিষ্ণু হয়ে ঝুড়ি হাতে নিচে নেমে আসবেন। সেদিনের ডাকে হয়তো কোনো গুরুত্বপূর্ণ চিঠিই আসবে না তবু বিজ্ঞাপন সংস্থাগুলো তাদের কাটতি বাড়াতে যে সকল লিফলেট বিলি করবে তা পৌঁছে দেওয়ার জন্য পিয়ন আপনাকে ঘুম থেকে ডেকে তুলবে।

প্রতিদিন কতশত লোকের সাথে যে কথা বলতে হয় তার ইয়ত্তা নেই। ভোর হতে না হতেই এসে হাজির হবে গৃহ শ্রমিক । তার বাজারের ফিরিস্তি শুনতে শুনতে হয়তো আপনি ঘুম থেকে জেগে আবার ঘুমিয়ে পড়বেন তবু তার ফর্দ শেষ হবে না, ক্রমাগত বাড়তেই থাকবে। তার দাবি পূরণ করতে গিয়ে টাকার বান্ডিলও ফুরিয়ে যাবে। আপনি মহাজনদের কাছ থেকে ধার করতে শুরু করবেন এবং বছর বছর তার সুদ বাড়তে থাকবে। আবার ব্যাপার এমন নয় যে আপনি লোভনীয় খাবার দেখে নিজেকে সংযত রাখতে পারবেন। ফ্রায়েড চিকেনের গন্ধে মন চনমন করতে শুরু করবে। তখন আপনাকে রেস্তরাঁয় ঢুকতে হবে এবং বেয়ারাকে ডেকে খাবারের অর্ডার দিতে হবে। দেখা যাবে সেখানে এসেও হাজির হয়েছে চেনা লোকজন। তাদেরকে আপনি না পারবেন চলে যেতে বলতে না পারবেন বসতে বলতে। খাবারের মাঝামাঝি সময়ে তারা ঘাড়ের উপর দাঁড়িয়ে ক্রমাগত কথা বলে যাবে এবং সেসব কথা আপনার বাম কান দিয়ে ঢুকে ডান কান দিয়ে সোজা বেড়িয়ে যাবে। এসময় আরও আরও লোকে ভর্তি হয়ে যাবে রেস্তরাঁর ছোট্ট ঘরখানা এবং বেয়ারা এসে খাবারের বিল দিয়ে যাবে, মানে বিদায় হও।

এরপরতো রাস্তায় নেমে পড়তেই হবে। সেখানেও শুধু লোকে লোকারণ্য। বাসের হাতলে ঝুলে লোক চলছে, নয়তো তারা সার বেঁধে হেঁটে চলেছে বড় রাস্তার মাঝখান দিয়ে। এদের মধ্যে দু’একজন আপনার গায়ের উপরও এসে পড়তে পারে এবং এ ঘটনায় তারা বিন্দুমাত্র অস্বস্তি বোধ করবে না এবং ক্রমাগত একই ঘটনা ঘটতে থাকলে আপনিও তাদের এই আচরণে অভ্যস্ত হয়ে উঠবেন। আস্তে আস্তে রাত বাড়তে শুরু করলে দ্রুত একটা বাস ধরে নিজ স্টপেজে এসে নামবেন এবং সেখানেও আপনার জন্য অপেক্ষায় থাকবে তরকারিওয়ালা, ফলওয়ালারা। আপনার তাদের সাথে কথা বলতে ইচ্ছা না করলেও তারা নাছোড়বান্দার মতো পিছন পিছন আসতে থাকবে। সুতরাং বাধ্য হয়েই আপনি তাদের থেকে কিছু ফল কিনে নেবেন।

এসকল ফেরিওয়ালাদের হাত থেকে কোনোমতে পালিয়ে বাড়ির সিঁড়িতে পা রাখামাত্রই দেখা হবে বাড়িওয়ালির সাথে। সে তার কোলাব্যাঙের মতো খসখসে গলায় বলতে থাকবে এবারের বাজেটেও বিদ্যুত আর পানির দাম বাড়ান হয়েছে, স্যুয়ারেজের ম্যানেজ্মেন্টের খরচও বেড়ে গেছে। মানে বাড়ি ভাড়া বাড়াতে হবে। এসব কথা শুনতে শুনতে নিজের ঘরে এসে ঢুকতেই বেজে উঠবে ফোন। এসব কলের বেশিরভাগই রং নাম্বার নয়তো সার্ভিসিং সেন্টার থেকে ফোন আসবে মাল ডেলিভারি বিষয়ে কথা বলার জন্য। এসকল অপ্রয়োজনীয় লোকের সাথে কথা বলতে বলতে জিভ অসার হয়ে এলে হয়তো ভাবছেন গলাটা একটু ভিজিয়ে নেবেন কিন্তু সে ফুরসৎটুকুও আপনি পাবেন না ঘরে এসে ঢুকবে চিলেকোঠার বুড়ো, যার নিত্য দিনের রুটিন হচ্ছে সারাদিনে পাড়া থেকে সে যেসব চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করেছে তা বয়ান করা। ঘড়ির কাটা বারোর ঘরে পৌঁছালে কোনোমতে বাচাল লোকটিকে বিদায় দিয়ে বিছানার উপরে শরীরটাকে এলিয়ে দিতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসবে কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না এই সুখনিদ্রা। রাত যত বাড়তে থাকবে রাস্তায় শুরু হবে ট্রাক চলাচলের বিকট শব্দ। তার মধ্যেই আধোঘুম আধোজাগরণে রাতটি কেটে যাবে।

পরদিন সকালে ঘুম ভাঙবে প্রচণ্ড মাথাব্যথা নিয়ে। আবার ডেইলি রুটিন— ছুটা বুয়া, মাছওয়ালা, বাস কন্ট্রাকটর। কোনোমতে এদের হাত থেকে ছুটে অফিসে গিয়ে পৌঁছাতেই টেবিলে নোট—বসের ঘরে যেতে হবে। সেখানে আরেক মচ্ছব। শুরু হবে বসের ম্যারাথন গল্প, পারস্পার্যহীনভাবে তিনি বলে যাবেন একটার পর আরেকটা ঘটনা, যা শুনে দু’কান দিয়ে ধোঁয়া বের হতে থাকবে। দু’ঘণ্টা বসের ঘরে গল্প শুনে মাথা ভারী হয়ে গেলে আপনি হয়তো নিজের সিটে এসে বসবেন এবং সেখানেও একটার পর একটা ফোন কল আসতে থাকবে, লোকজন জানতে চাইবে বাংলাদেশ কবে সমুদ্রের নিচে তলিয়ে যাবে বা সবচেয়ে বড় ভূমিকম্পটি কি ঢাকাতেই হচ্ছে? পাবলিকের এইসব কৌতূহল মেটাতে মেটাতে আপনি হয়তো চোখে সর্ষে ফুল দেখতে থাকবেন এবং ক্রমাগত সটকে পড়ার কথা মনে আসবে। কিন্তু কোথায় গিয়ে লুকালে নিস্তার পাবেন তা বুঝতে পারবেননা। হয়তো অন্য সকলেই, যারা সটকে পড়তে চায় তারাও কোনো লুকোবার স্থান খুঁজে পাবে না। আর যদিবা খুঁজে পায় তো সেখানে গিয়েও নিস্তার নেই। বহু আগে থেকেই সেখানে জড়ো হয়ে আছে পঙ্গপালের মতো মানুষের দল এবং তারা সকলেই দাঁড়িকমাছাড়া ক্রমাগত বয়ান করে যাচ্ছে একই গল্প।

 

 

নভেরা হোসেন


জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব হতেই ঢাকায় বেড়ে ওঠা। তিনি নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা হতে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। তিনি লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায় লেখেন। বিশেষত কবিতা, গল্প ও নৃবৈজ্ঞানিক  বিষয়ে।

প্রকাশিত কাব্যগ্রন্থ: হারানো দোকান এল দরাদো (জনান্তিক, ফেব্রুয়ারি, ২০০৯); একজন আঙুল শুধু হেঁটে বেড়ায় (সংবেদ, ফেব্রুয়ারি, ২০১০); আর কারনেশন ফুটলো থরে থরে ( শুদ্ধস্বর ২০১৩); একটু একটু করে বোবা হয়ে যাচ্ছ তুমি ( অ্যডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১৫); বারুদ লোবানের গন্ধ ; জলে ডোবা চাঁদ ( ২০২০ জানুয়ারী , কলকাতা বইমেলা ) ঐহিক প্রকাশনী। এছাড়া পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন নির্বাচিত কবিতা: শামীম কবীর (অ্যডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১০)।

প্রকাশিত গল্পগ্রন্থ : পেন্ডুলাম ও শিশুর দোলনা (শুদ্ধস্বর, ফেব্রুয়ারি ২০১১); জৌলুসী বেওয়া ( দেশ পাবলিকেশন্স, ২০১৬)।  তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।
ইমেল : [email protected]

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top