শান্তিময় মুখোপাধ্যায়ের কবিতা

নিরালম্ব পাঁশুটে ধোঁয়ার ভেতর যে কষ্টগুলো তা থেকে অনায়াসে একটা মাদকসুখ অনুভূত হতে পারে এই যে দু-আঙুলের ফাঁকে জ্বলা সিগারেট তার সঙ্গে পুড়তে পুড়তে যা কিছু বায়ুভূত আলগোছে তুলে নিচ্ছে …

শান্তিময় মুখোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা

খারিফজন্ম ভাটিয়ালি আকাশের পাশে চুপ করে বসে আছে পর্যটনপ্রিয় দোতারাটি দু-তারের ভেতর ঢেউ বিনিময় শুধু হাসিটুকু জেনেছে আমাদের সর্ষে বীজ বোনা মাঠে ভূগোলস্যারের প্রতিবেদন এটুকুই লাঙল ফলার রোদে শুকানো দেহাতি …

Back to Top