প্রার্থনা: মুখতার মাইএর জন্যে

অংকুর সাহা

তোমার ছিল দুখের সংসার
সূর্য-রাগী, আগুনভরা তেজ;
তোমার পায়ে পাথুরে রুখো মাটি
কান্না, ঘাম, খিদের সংশ্লেষ।

সমাজ তোমার আদতে পুরুষালি,
রমণী হীন, দ্বিতীয় শ্রেণী, পণ্য;
হেঁসেল, আঁতুড়, প্রহার, সহবাস
সমতা কবে আসবে তোমার জন্যে।

গ্রামের উঠোন, গেরস্থালি, ঘর
কৃষিকর্ম দুপর বেলায় মাঠে;
তালাক দিল হৃদয়হীন খশম
একা শয্যায় বিনিদ্র রাত কাটে।

মিরওয়ালা গ্রাম, জাতোই তহসিল,
পুব পাঞ্জাব, মুজাফর গড় জেলা;
মাসতোই আর তাতলা উপজাতি
বিবাদ করে সকাল সন্ধেবেলা।

বাইশে জুন, দু হাজার দুই সাল
তোমার ভাগ্যে দোজখ আসে ছেয়ে;
খবর এলো শাকুর, কিশোর ভাই
হাত ধরেছে উঁচু জাতের মেয়ের।

চলবে না এই বিষম অনাচার
মুখ্যা, মোড়ল, আদালত সব জড়ো–
জিরগা থেকে অমোঘ আদেশ কড়া
মুখতারকে গণধর্ষণ করো।

ইসলামে ভাই জাতিভেদের কথা
আসছে কেন? সবাই সমান তাতে;
কোরান শরীফ সাম্যের গান গায়
আমির ফকির উপাসনায় মাতে।

ভাই এর হয়ে ক্ষমা চাইতে এলো
অশ্রুসজল, বিনত প্রার্থনায়–
মার্জনা চায় বিষণ্ন মুখতার
নতমস্তক, গ্রামপ্রধানের সভায়।

এগিয়ে আসে স্বেচ্ছাসেবী চার
বীরপুঙ্গব, নরক থেকে উঠে–
নিরেট মাথা, হৃদয় ভরা ঘৃণা
নিম্নোদরে বিষাক্ত কেউটে।

বলপূর্বক, টানতে টানতে তাকে
হাতে বন্দুক, উচ্চ করি শির–
দুইশো লোকের চোখের সামনে হল
বস্ত্রহরণ পাঞ্জাবী দ্রৌপদীর।

সকালে তুমি সুশীলা নারী ছিলে–
বাড়লো বেলা, পতিতা হলে তুমি;
সন্ধেবেলা তোমায় ছিঁড়ে খাওয়া
কাঁদলো মেঘ, কাঁদলো বনভূমি।

তোমার খিদেয় দ্যায়নি যারা ভাত,
তোমার স্তনে তাদের ক্লিন্ন দাঁত,
পশুর থাবায় ছিন্নভিন্ন জঘন,
অন্ধকারে কেঁদেছ সারা রাত।

কাঁদছে পশু, পাখি, জিন ও পরি
তোমার দুঃখে কাঁদছে মরুভূমি–
বহুদিনের কান্নাই সম্বল
হিজাব ছুঁয়ে শপথ করলে তুমি।

উপায় ছিল আত্মহননের
কিন্তু তোমার মেরুদণ্ড দৃঢ়–
প্রণম্য প্রাণ আল্লা দিয়েছেন
রুখতে হবে অত্যাচারীর তীরও।

বিচার হল দেশের আদালতে
প্রাণদণ্ড অত্যাচারীদের–
সুবিচারে নারীর মাথা উঁচু
সঙ্গে অর্থ ক্ষতির পূরণে।

সেই টাকাতে শুরু করলে তুমি
সুদূর গাঁয়ে বালিকাদের স্কুল–
গরীব নারীর জন্যে শিক্ষা চাই
সাক্ষরতাই হবে সুখের মূল।

হোয়াইট হাউস, হুইস্কি ও সোডা
বুশ, চেনি আর কন্ডোলিজা রাইস–
মুশাররফের প্রাণের বন্ধু তাঁরা
তোমার দুঃখে মনোবেদন নাই।

তোমায় দেখে আশায় বাঁচে নারী
জঙ্গী, তালিবানী পাকিস্তানে–
মুখর হও, সজীব থাকো তুমি
জ্বালাও আলো দুঃখী নিথর প্রাণে।

(১৯ অক্টোবর ২০০৬)

Facebook Comments

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top