অংকুর সাহার ছড়া: বারাক ওবামা (১৯৬১ – )

[প্রাককথন: এমন একটা সময় ছিল যখন পৃথিবীর সব ক্রিকেট খেলোয়াড়রাই আমার চেয়ে বয়েসে বড়— ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে সুনীল গাভাসকার। তারপর ১৯৭০ দশকের দ্বিতীয়ার্ধে আমার সমবয়েসিরা শুরু করলেন আন্তর্জাতিক ক্রিকেট। বর্তমানের ক্রিকেটাররা সবাই আমার হাঁটুর বয়েসি।

আমেরিকার রাষ্ট্রপতি পদে বরাক ওবামার মনোনয়ন এবং নির্বাচন এক যুগান্তকারী ঘটনা। ২০০৮ সালের ৪ঠা নভেম্বর মঙ্গলবার একটু বেশি রাতে যখন ভোটগণনা সমাপ্ত হ’ল, আমার মনে প্রথম ভাবনা এল— এই প্রথম একজন রাষ্ট্রপতি হবেন যিনি আমার চেয়ে বয়েসে ছোট! পোর্টেবল রেডিওতে সেই রাতে শিকাগোর গ্র্যান্ট পার্কে প্রদত্ত তাঁর বিজয় ভাষণ শুনতে শুনতে এই ছড়াটির রচনার সূত্রপাত। (স্কুল চলাকালীন আমাদের বাড়িতে সোম থেকে শুক্রবার টিভি সম্পূর্ণ বন্ধ রাখার নিয়ম!)

মাসখানেক ফেলে রাখার পর ছড়াটিতে কয়েকটি শব্দ পালটে বর্তমান রূপ দেওয়া হয়।

অংকুর সাহা
[সেপ্টেম্বর ২০১১]

বরাক ওবামা (১৯৬১- )
অংকুর সাহা

আমেরিকার রাষ্ট্রপতি
বয়েসে ছোট আমার চেয়ে—
অর্থনীতির মেঘ জমেছে
পৃথিবীময়, আকাশ ছেয়ে।

বুশের পরে ওবামা ঘোর
ঝড়ের শেষে চাঁদের আলো—
দুই বৃক্ষের দুটি কুসুম
একটি শাদা একটি কালো।

আমেরিকার রাষ্ট্রপতি
শিাক্ষায় ও সংবেদনে,
উঁচু মানের— তাঁর বিজয়ে
ধুম লেগেছে হৃদয়মনে।

আমেরিকায় ধর্ম নিয়ে
চলছে বিভেদমূলক খেলা;
হিংসা, ঘৃণার বেসাতি বয়
করুণাময় যিশুর চেলা।

যুদ্ধ চলে সকাল বিকেল
ইরাকে, আফগানিস্তানে;
মানুষ মরে গুলি বোমায়
পঙ্গু হয়ে বিষাদ মানে।

জগৎ জুড়ে আশায় বাঁচে
মানুষ— কালো, বাদামি, পীত;
সাম্যে এবং উন্নয়নে
গড়বে সুশাসনের ভিতও।

আমেরিকার রাষ্ট্রপতি
আমার থেকে বয়েসে ছোট;
প্রৌঢ় কবি, এবার তুমি
আগুন তেজে ঝলসে ওঠ।

(ডিসেম্বর ৪, ২০০৮)

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top