আবদুর রবের একগুচ্ছ কবিতা

স্বপ্নধরা

যে সিদ্ধান্তগুলি তুমি নিয়েছিলে ইচ্ছায় অথবা
অনিচ্ছায় তারাই তোমাকে মহান করেছে
অথবা কোনো নিষ্ঠুর ভিলেন
দোষী কিংবা নির্দোষ
প্রেমিক অথবা খুনি
তবু তারাই তোমাকে পৌঁছে দিয়েছে এখানে।

এগিয়ে যাওয়ার পথে
তুমিই তোমার সব গল্পের নায়ক
তুমিই তোমার প্রেমের লাইলি-মজনু
তোমার নাটকের স্ক্রিপ্ট তুমিই লিখেছ
কেউ না জানলেও তুমি তো জানো কতবার
তুমি ঠেকে গিয়েছিলে এখানে সেখানে
অথচ কাউকে বুঝতে দাওনি।

যে জনপদ আর প্রকৃতি তুমি ফেলে এসেছিলে
সেগুলি আর নেই, থাকে না
সেখানে নতুন মানুষ নতুন প্রকৃতি এসে
তোমার চেনা জায়গাটাকে মুছে দিয়েছে
যে যৌথ পরিবারে তুমি একসাথে
আগুনের সামনে জড়ো হতে শীতের দিনে
সেগুলো কবেই হারিয়ে গেছে
তবু জীবন তো শুধু স্বপ্ন ধরার
এখানে অথবা অন্য কোথাও
স্বপ্নে অথবা বাস্তবে…।

২০/১১/২০২০
ঢাকা

আয়না

মারকারি প্রতিভা থেকে জন্ম নিয়ে
আয়না দেখায় কিন্তু দেখতে পায়না।

ঘটনাটি যেখানে ঘটে সেখানে আয়না
আর আলো একটা সমঝোতায়
উপনীত হয়।

আলো আর তার প্রতিবিম্ব
দু’টি আত্মা, পরস্পর আলোকিত হয়
প্রতিফলনের এটাই নিয়ম।

অন্ধকারে তারা একে অপরকে অনুসরণ করে
শুরু করে কথোপকথন
থেমে থাকা বিষয়ে সূচনা করে পুনর্কথন।

আলোকরশ্মি যখন
অবতীর্ণ হয় আয়নাপৃষ্ঠে, জন্ম নেয় প্রতিবিম্ব।
জন্ম নিয়েই আলোর সমানই
দৈর্ঘপ্রস্থ লাভ করে–
হয়ে ওঠে সমান বয়সী।

২০/১১/২০২০
ঢাকা

 

এ-হৃদয় আনমনা

ধারণাগুলি জলাঞ্জলি দিয়ে
আকাশের দিকে চেয়ে
দিব্যি বেঁচেবর্তে থাকা যায়
ভালমন্দ কতটা আর প্রভাব ফেলে
যখন এ-হৃদয় আনমনা!

৮/১০/২০২০
ঢাকা

 

সন্দেহ

জন্ম কোনো ইতিহাস নয়,
খোলা পথে নেমে আসার ঘটনা মাত্র।

মাতৃগর্ভে নয় মাসই থাকা যায়
তার বেশী নয়।
তাই চিল চীৎকার দিয়ে
বেরিয়ে আসতে হয়, শেষ
করতে হয় এই আদিপর্ব।

এখানে এখন
জল কোন দিকে যাচ্ছে
কেউ তা জানে না তবে তারা বলে
চালাচ্ছে ভালোই, কেউ কিছু
বল্লেই ব্যবস্থা নিচ্ছে;
সটান দেখাচ্ছে পথ, মৃত্যুপুরী
অথবা অদৃশ্য হাঙ্গরের পেট।

গিলে খাওয়া মাছেদের সাথে
খাদ্যনালিতে তুমিও মিশে গেছ
বেহুশ, সময়হীন
এবং অস্তিত্বহীন;
এ সহাবস্থান সিম্বায়োসিস

বললাম অপেক্ষা কর,
কোনো চিন্তা করো না—
কানকো দিয়ে পানি কেটে
চলে যাবে পঁচিশ বছর।

১২/০২/২০১৮
ঢাকা

আবদুর রব

কবি, অনুবাদক, অনলাইন ম্যাগাজিন সম্পাদক ও অর্থনীতিবিদ।পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন তিনি।পৈত্রিক নিবাস যশোর। বর্তমান বসবাস ঢাকায়। একটি আন্তর্জাতিক কন্সাল্ট্যান্সি ফার্মে কর্মরত। শৈশব থেকে লেখালেখির শুরু। এ পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া ছোটদের জন্য চিনা গল্পের ৩টি অনুবাদ গ্রন্থও আছে তাঁর। বেশকিছু ভ্রমণকাহিনীও লিখেছেন তিনি। 

Facebook Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top