পার হয়ে তৃষ্ণা ও তাপের শাসন
আর যত ওড়াউড়ি অমল বৃষ্টির লোভে লোভে
এতদূর এসে কাক ও কোকিল, কাঠগোলাপে,
হয়েছে হাঁপানি উহাদের ঘেয়ো প্রাণে।
বিকেল আকাশে নেই মেঘের হুঙ্কার
ও বৃষ্টিগাছের শুকনো খয়েরি ফলের
নৈঃশব্দের ঝুলে থাকা সহ্য হয়নি কাহার–
ফটোগ্রাফার মেয়েটি তুলছে ছবি!
ওর পিছু পিছু দূর ট্রেনে চড়ে গাজীপুর এসে
মেয়েটির দিকে লোভী কাউয়ার মতন
আল মাহমুদপ্রায়
তাকায়ে রয়েছি যেন আমি কামনা লিপ্সার কবি
যেন আমি অবিলম্বে
মোঘলাই পরোটার মতো ফুলে উঠেছি উৎফুল্লে
দেখতেছে চোখে ও নয়নে
গাছে ঝুলে থাকা জোড়া আম কিশোরীস্তনের মতো
টেবিল পাতানো ফ্লেক্সি লোডের দোকান থেকে
কিছুটা কাছের থেকে
কামনা কাম্যের রেললাইন থেকে মোবাইলেই
ছবি তুললাম মেয়েটির
নীল জিন্সপ্যান্ট পরা বিকাশ পর্বের উত্তল নিতম্ব-আসমান
মুহূর্তেই আমারে তাহার নীলারং করে ফ্যালে
মম নকশিকাঁথার বেবাক বিস্ময় উষ্টা খাইল কিসে!
আহা আজ তাহা কাহার অধীন
আমার দুচোখ তোমা ভৃত্য আমি আমি তোমা নীল
নীল জিন্সপ্যান্ট তাহার সৈকতে
তুমি অস্তমিত হবে কিছুক্ষণ পরে
মোর লোভী চোখ
সেই কথা জানো না তো তুমি!
নীল জিন্সপ্যান্ট তুমি
আমার নয়নে
ঢেলে দুই রাশি অন্ধকার
চলে যাবে ট্রেনে সঙ্গে ঝোলা ছেলেটির সাথে
হয়তো রংপুর কিংবা নাটোরের দিকে–
প্রেম দূরে চলে যাওয়া মানে বুড়ারূপে
ক্ষণকাল শিশু হয়ে থাকা–
অন্য কোনো আকাশের আরও আরও হেফাজতে চলে যাওয়া–
ও ফটোগ্রাফির মেয়ে
র-ঙ-পু-র-গামী
আপাতত মোর পক্ষ থেকে খুব ক্ষণস্থায়ী
-
লেখা পাঠাবার ঠিকানা
[email protected]
দয়া করে লেখা ইউনিকোডে পাঠাবেনবাংলা দেখতে না পারলে (If you cannot see Bangla)
-
দৈবচয়িত লেখা
লেখক
- অংকুর সাহা (6)
- অজিত দাশ (1)
- অঞ্জন আচার্য (1)
- অদিতি ফাল্গুনী (1)
- অব্যয় অনিন্দ্য (1)
- আজফার হোসেন (3)
- আনন্দময়ী মজুমদার (1)
- আনোয়ার শাহাদাত (2)
- আনোয়ার সাদি (1)
- আবদুর রব (3)
- আবু সাঈদ ওবায়দুল্লাহ (7)
- আর্যনীল মুখোপাধ্যায় (3)
- আলতাফ হোসেন (7)
- আশরাফুল মোসাদ্দেক (1)
- ইকবাল আজিজ (1)
- ইমরুল হাসান (2)
- ঈশিতা ভাদুড়ী (1)
- উত্তম চক্রবর্তী (2)
- এন জুলফিকার (1)
- ওয়ারিসুল আবিদ (1)
- কচি রেজা (2)
- কল্যাণী রমা (11)
- কাজী মাজেদ নওয়াজ (1)
- কাবেরী গায়েন (1)
- কামরুজ্জামান কামু (1)
- কামরুজ্জামান জাহাঙ্গীর (2)
- কামাল মাহমুদ (1)
- কামাল রাহমান (8)
- কৌশিক ভাদুড়ী (1)
- খালেদ হামিদী (2)
- গাজী তানজিয়া (8)
- গোলাম কিবরিয়া পিনু (3)
- গৌতম চৌধুরী (6)
- চৈতালী চট্টোপাধ্যায় (3)
- জহির হাসান (5)
- জুয়েল মাজহার (5)
- তমিজ উদ্দীন লোদী (2)
- তাপস গায়েন (3)
- তালাশ তালুকদার (1)
- দারা মাহমুদ (8)
- দোলনচাঁপা চক্রবর্তী (5)
- নভেরা হোসেন (4)
- নান্নু মাহবুব (18)
- নাহার মনিকা (14)
- নয়ন তালুকদার (1)
- পরিতোষ হালদার (1)
- পলিন কাউসার (1)
- পাপড়ি রহমান (11)
- পাবলো শাহি (2)
- পিয়াস মজিদ (1)
- ফকির ইলিয়াস (3)
- ফরিদ কবির (2)
- ফারহানা ইলিয়াস তুলি (1)
- ফারহানা মান্নান (2)
- ফেরদৌস নাহার (9)
- বর্ণালি সাহা (2)
- বারীন ঘোষাল (2)
- মঈন চৌধুরী (3)
- মজনু শাহ (2)
- মতিন বৈরাগী (5)
- মলয় রায়চৌধুরী (13)
- মহি মুহাম্মদ (2)
- মহিউদ্দীন মোহাম্মদ (1)
- মহুল বসু (1)
- মাজুল হাসান (3)
- মাতিয়ার রাফায়েল (1)
- মাদল হাসান (1)
- মাসুদ খান (35)
- মাসুদা ভাট্টি (1)
- মাহবুব আলী (7)
- মাহমুদ হাফিজ (1)
- মিতুল দত্ত (5)
- মীজান রহমান (5)
- মুগ্ধ চন্দ্রিকা (1)
- মুম রহমান (2)
- মুহসীন মোসাদ্দেক (2)
- মেহরাব (1)
- মোজাফ্ফর হোসেন (1)
- মোশতাক আহমদ (4)
- মোস্তফা সোহেল (1)
- যশোধরা রায়চৌধুরী (3)
- যোবায়ের শাওন (1)
- রওশন আরা মুক্তা (2)
- রমিত দে (2)
- রাকীব হাসান (1)
- রায়হান রাইন (1)
- রিয়াদ চৌধুরী (1)
- রেজাউদ্দিন স্টালিন (1)
- শওগাত আলী সাগর (1)
- শহীদুল রিপন (1)
- শামস আল মমীন (1)
- শামসেত তাবরেজী (3)
- শামীম আজাদ (3)
- শামীম হোসেন (1)
- শাহমান মৈশান (2)
- শিবলি সাদিক (11)
- শুভ্র বন্দ্যোপাধ্যায় (2)
- সনতোষ বড়ুয়া (1)
- সপ্তর্ষি বিশ্বাস (1)
- সমীর রায়চৌধুরী (3)
- সলিমুল্লাহ খান (1)
- সাইফুল্লাহ মাহমুদ দুলাল (3)
- সাখাওয়াত টিপু (8)
- সাগুফতা শারমীন তানিয়া (3)
- সারওয়ার চৌধুরী (3)
- সিদ্ধার্থ হক (2)
- সুকুমার চৌধুরী (1)
- সুদেষ্ণা মজুমদার (1)
- সুনীল গঙ্গোপাধ্যায় (1)
- সুবীর সরকার (3)
- সুব্রত অগাস্টিন গোমেজ (3)
- সুস্মিতা চক্রবর্তী (5)
- সেলিম রেজা নিউটন (7)
- সৈকত আরেফিন (1)
- সৈয়দ আফসার (1)
- সৈয়দ তারিক (4)
- স্নেহাশিস পাল (1)
- হাসমত জালাল (2)
- হাসিব নেওয়াজ (1)
- হোসেনউদ্দিন হোসেন (1)
Archives