Skip to content
  • প্রচ্ছদ
    • প্রথম পাতা
    • সাহিত্য ক্যাফে সম্পর্কে
    • লগ ইন
    • রেজিস্টার
  • কবিতা
  • প্রবন্ধ
  • ছোটগল্প
  • উপন্যাস
  • মুক্তগদ্য
  • ভ্রমণগদ্য
  • চিত্রকলা
  • চলচ্চিত্র
  • অনুবাদ
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • সাহিত্য সংবাদ
  • সাহিত্য ক্যাফে ইউটিউব
  • প্রাইভেসি পলিসি
  • লেখক তালিকা
সাহিত্য ক্যাফে
সাহিত্য ক্যাফে
লেখালেখির ক্যাফেটেরিয়া

Menu

  • প্রচ্ছদ
    • প্রথম পাতা
    • সাহিত্য ক্যাফে সম্পর্কে
    • লগ ইন
    • রেজিস্টার
  • কবিতা
  • প্রবন্ধ
  • ছোটগল্প
  • উপন্যাস
  • মুক্তগদ্য
  • ভ্রমণগদ্য
  • চিত্রকলা
  • চলচ্চিত্র
  • অনুবাদ
  • সাক্ষাৎকার
  • বই আলোচনা
  • সাহিত্য সংবাদ
  • সাহিত্য ক্যাফে ইউটিউব
  • প্রাইভেসি পলিসি
  • লেখক তালিকা

লেখক

  • অংকুর সাহা (6)
  • অজিত দাশ (2)
  • অঞ্জন আচার্য (1)
  • অদিতি ফাল্গুনী (1)
  • অনিকেশ দাশগুপ্ত (1)
  • অপর্ণা হাওলাদার (4)
  • অব্যয় অনিন্দ্য (1)
  • অভিষেক ঘোষ (1)
  • অভ্র আরিফ (2)
  • অভ্র ঘোষাল (5)
  • অরণ্য (1)
  • আউয়াল আনোয়ার (1)
  • আজফার হোসেন (4)
  • আঞ্জুমান রোজী (8)
  • আনন্দময়ী মজুমদার (1)
  • আনোয়ার শাহাদাত (2)
  • আনোয়ার সাদি (1)
  • আনোয়ারা সৈয়দ হক (6)
  • আফরোজা সোমা (1)
  • আবদুর রব (8)
  • আবু সাঈদ ওবায়দুল্লাহ (7)
  • আবু সাঈদ জুবেরী (1)
  • আমিরুল আলম খান (20)
  • আরিফুল হাসান (1)
  • আর্যনীল মুখোপাধ্যায় (3)
  • আলতাফ হোসেন (7)
  • আলম খোরশেদ ] (1)
  • আলমগীর ফরিদুল হক (2)
  • আশরাফুল মোসাদ্দেক (1)
  • আসমা চৌধুরী (5)
  • আহমেদ নকীব (1)
  • আহ্‌মেদ লিপু (1)
  • ইকবাল আজিজ (1)
  • ইমরুল হাসান (2)
  • ঈশিতা ভাদুড়ী (1)
  • উত্তম চক্রবর্তী (3)
  • এইচ বি রিতা (1)
  • একরাম আলি (1)
  • এন জুলফিকার (1)
  • ওয়ারিসুল আবিদ (1)
  • ওয়াসিম মাকীম জাভেদ (1)
  • কচি রেজা (4)
  • কবীর হোসেন তাপস (1)
  • কল্যাণী রমা (11)
  • কাজী গিয়াস আহমেদ (2)
  • কাজী জহিরুল ইসলাম (1)
  • কাজী মাজেদ নওয়াজ (3)
  • কাজী রাফি (5)
  • কাবেরী গায়েন (1)
  • কামরুজ্জামান কামু (1)
  • কামরুজ্জামান জাহাঙ্গীর (2)
  • কামরুল হাসান (15)
  • কামাল মাহমুদ (1)
  • কামাল রাহমান (9)
  • কুন্তল মুখোপাধ্যায় (1)
  • কেয়া ওয়াহিদ (2)
  • কৌশিক ভাদুড়ী (1)
  • ক্ষমা মাহমুদ (1)
  • খসরু পারভেজ (3)
  • খাতুনে জান্নাত (3)
  • খালেদ হামিদী (6)
  • গাজী তানজিয়া (10)
  • গাজী রফিক (2)
  • গোলাম কিবরিয়া পিনু (4)
  • গৌতম চৌধুরী (6)
  • চঞ্চল শাহরিয়ার (1)
  • চৈতালী চট্টোপাধ্যায় (3)
  • জহির হাসান (8)
  • জাকিয়া এস আরা (1)
  • জান্নাতুল ফেরদৌস নৌজুলা (1)
  • জাফর তালুকদার (1)
  • জাভেদ হুসেন (1)
  • জাহানারা পারভীন (1)
  • জাহিদ হায়দার (3)
  • জিললুর রহমান (1)
  • জুনান নাশিত (3)
  • জুয়েল মাজহার (6)
  • জেনিস মাহমুন (3)
  • জেসমিন আরা (1)
  • জয়া চৌধুরী (1)
  • তমাল বন্দ্যোপাধ্যায় (1)
  • তমিজ উদ্‌দীন লোদী (2)
  • তমোঘ্ন মুখোপাধ্যায় (1)
  • তাপস গায়েন (3)
  • তালাশ তালুকদার (1)
  • তুষার গায়েন (1)
  • তুষার দাশ (1)
  • তূয়া নূর (1)
  • তৈমুর খান (1)
  • তৌহীদা ইয়াকুব (3)
  • দারা মাহমুদ (10)
  • দিলশাদ চৌধুরী (6)
  • দিলারা হাফিজ (10)
  • দীপেন্দু (1)
  • দোলনচাঁপা চক্রবর্তী (5)
  • নজরুল মোহাম্মদ (3)
  • নভেরা হোসেন (6)
  • নাজনীন খলিল (9)
  • নান্নু মাহবুব (27)
  • নাভিদ চৌধুরী (6)
  • নাহার তৃণা (18)
  • নাহার মনিকা (36)
  • নাহিদা আশরাফী (1)
  • নুশান জান্নাত চৌধুরী (2)
  • নয়ন তালুকদার (1)
  • পরিতোষ হালদার (1)
  • পলি শাহীনা (2)
  • পলিন কাউসার (2)
  • পলিয়ার ওয়াহিদ (1)
  • পাপড়ি রহমান (34)
  • পাবলো শাহি (2)
  • পাভেল চৌধুরী (5)
  • পিয়াস মজিদ (3)
  • পুলক দত্ত (3)
  • পুলক হাসান (3)
  • প্রবীর বিকাশ সরকার (3)
  • ফকির ইলিয়াস (3)
  • ফরিদ কবির (2)
  • ফরিদুর রহমান (2)
  • ফায়সাল আইয়ূব (1)
  • ফারহানা ইলিয়াস তুলি (1)
  • ফারহানা মান্নান (2)
  • ফারহানা রহমান (5)
  • ফারুক সুমন (1)
  • ফারুক হাসান (2)
  • ফিরোজ এহতেশাম (2)
  • ফিরোজ শাহ (2)
  • ফুয়াদ হাসান (3)
  • ফেরদৌস নাহার (19)
  • বদরুজ্জামান আলমগীর (2)
  • বর্ণালি সাহা (2)
  • বাবলী হক (6)
  • বারীন ঘোষাল (2)
  • বিনয় কর্মকার (1)
  • বিশেষ সংখ্যা (2)
  • বুবুন চট্টোপাধ্যায় (1)
  • বৈশাখী নার্গিস (2)
  • মঈন চৌধুরী (3)
  • মঈনুস সুলতান (10)
  • মজনু শাহ (2)
  • মতিন বৈরাগী (5)
  • মনিকা আহমেদ (3)
  • মনিজা রহমান (1)
  • মলয় রায়চৌধুরী (15)
  • মহি মুহাম্মদ (2)
  • মহিউদ্দীন মোহাম্মদ (2)
  • মহুল বসু (1)
  • মাজুল হাসান (3)
  • মাতিয়ার রাফায়েল (2)
  • মাদল হাসান (1)
  • মানিক বৈরাগী (1)
  • মারুফ বরকত (1)
  • মারুফ রায়হান (1)
  • মারুফুল আলম (1)
  • মালেক মুস্তাকিম (6)
  • মাসুদ খান (35)
  • মাসুদা ভাট্টি (1)
  • মাসুদুল হক (1)
  • মাসুম বিল্লাহ (1)
  • মাহবুব আলী (8)
  • মাহবুব মিত্র (1)
  • মাহমুদ কামাল (2)
  • মাহমুদ হাফিজ (2)
  • মিতুল দত্ত (6)
  • মীজান রহমান (5)
  • মুগ্ধ চন্দ্রিকা (1)
  • মুম রহমান (2)
  • মুহসীন মোসাদ্দেক (4)
  • মেঘ অদিতি (1)
  • মেহরাব (1)
  • মোজাফ্ফর হোসেন (1)
  • মোনালিসা চট্টোপাধ্যায় (1)
  • মোশতাক আহমদ (6)
  • মোস্তফা সোহেল (4)
  • মোহন দাস (1)
  • মোহাম্মদ হোসাইন (1)
  • মৌসুমী ব্যানার্জী (3)
  • যশোধরা রায়চৌধুরী (5)
  • যোবায়ের শাওন (1)
  • রওশন আরা মুক্তা (2)
  • রওশন হাসান (1)
  • রঞ্জনা ব্যানার্জী (1)
  • রথো রাফি (2)
  • রনক জামান (12)
  • রনি অধিকারী (1)
  • রমিত দে (2)
  • রাকীব হাসান (1)
  • রায়হান রাইন (1)
  • রিয়াদ চৌধুরী (3)
  • রুখসানা কাজল (2)
  • রুমা মোদক (1)
  • রুহিনা ফেরদৌস (1)
  • রেজাউদ্দিন স্টালিন (6)
  • লুনা রাহনুমা (7)
  • লুবনা ইয়াসমিন (4)
  • লুৎফুল হোসেন (9)
  • লুৎফূল হোসেন (1)
  • শওগাত আলী সাগর (1)
  • শকুন্তলা চৌধুরী (8)
  • শবরী শর্মা রায় (1)
  • শহীদুল রিপন (1)
  • শান্তা মারিয়া (8)
  • শান্তিময় মুখোপাধ্যায় (2)
  • শামস আল মমীন (3)
  • শামসেত তাবরেজী (5)
  • শামান সাত্ত্বিক (1)
  • শামীম আজাদ (6)
  • শামীম হোসেন (2)
  • শাহনাজ নাসরীন (4)
  • শাহমান মৈশান (2)
  • শাহীদ লোটাস (3)
  • শাহেদ কায়েস (1)
  • শিউলী জাহান (2)
  • শিবলি সাদিক (11)
  • শিবলী সাদিক (1)
  • শিমুল আজাদ (2)
  • শিহাব উদ্দীন রাশেদ (1)
  • শুভম চক্রবর্তী (1)
  • শুভ্র দাস (2)
  • শুভ্র বন্দ্যোপাধ্যায় (3)
  • শেলী নাজ (1)
  • শ্যামসুন্দর মুখোপাধ্যায় (1)
  • সনতোষ বড়ুয়া (1)
  • সপ্তর্ষি বিশ্বাস (1)
  • সমীর রায়চৌধুরী (3)
  • সরদার ফারুক (1)
  • সলিমুল্লাহ খান (1)
  • সাইফুল্লাহ মাহমুদ দুলাল (4)
  • সাঈদা মিমি (1)
  • সাখাওয়াত টিপু (8)
  • সাগুফতা শারমীন তানিয়া (3)
  • সাজ্জাদ সাঈফ (1)
  • সাদিয়া সুলতানা (2)
  • সানজিদা শহীদ (1)
  • সান্ত্বনা শাহরিণ (1)
  • সাবেরা তাবাসসুম (14)
  • সারওয়ার চৌধুরী (3)
  • সিদ্ধার্থ হক (2)
  • সুকুমার চৌধুরী (1)
  • সুদেষ্ণা মজুমদার (3)
  • সুধাংশু শেখর বিশ্বাস (10)
  • সুধাংশু শেখার বিশ্বাস (1)
  • সুনীল গঙ্গোপাধ্যায় (1)
  • সুবীর সরকার (3)
  • সুব্রত অগাস্টিন গোমেজ (3)
  • সুমী সিকানদার (2)
  • সুস্মিতা চক্রবর্তী (5)
  • সেলিম জাহান (38)
  • সেলিম রেজা নিউটন (8)
  • সৈকত আরেফিন (1)
  • সৈকত হাবিব (1)
  • সৈয়দ আফসার (1)
  • সৈয়দ তারিক (4)
  • সৈয়দা শর্মিলী জাহান (1)
  • সোনালী চক্রবর্তী (1)
  • সোহেল প্রাণন (1)
  • সৌমনা দাশগুপ্ত (1)
  • স্নেহাশিস পাল (1)
  • স্বপন নাগ (2)
  • স্বর্ণেন্দু সেনগুপ্ত (1)
  • হরিৎ বন্দ্যোপাধ্যায় (1)
  • হামিদুল ইসলাম (2)
  • হাসমত জালাল (2)
  • হাসিব নেওয়াজ (1)
  • হিন্দোল ভট্টাচার্য (1)
  • হেনরী স্বপন (1)
  • হোসেন দেলওয়ার (1)
  • হোসেনউদ্দীন হোসেন (2)
লেখা পাঠাবার ঠিকানা: cafe.sahit[email protected] অনুগ্রহ করে লেখা অভ্র ফন্ট অথবা ইউনিকোডে পাঠাবেন।
Powered by Verbosa & WordPress.
Home সব মুক্তগদ্য সেলিম জাহানের মুক্তগদ্য: আমার সত্তা, আমার ধর্ম
সেলিম জাহানের মুক্তগদ্য: আমার সত্তা, আমার ধর্ম

সেলিম জাহানের মুক্তগদ্য: আমার সত্তা, আমার ধর্ম

এপ্রিল 24, 2021 মে 5, 2021 মুক্তগদ্য

একজন মানুষের নানান সত্তা থাকে, থাকে নানান পরিচয়। এই যে আমি— আমি তো একজন বহুধা সত্তাসম্পন্ন মানুষ। আমি দক্ষিণ এশীয়, আমি বাঙালি, আমি একটি নির্দ্দিষ্ট বয়ঃক্রমের, আমি পুরুষ, আমি একজন শিল্প-সাহিত্য রসিক, আমি দু’কন্যার জনক ইত্যাদি ইত্যাদি।

আমার এই বহুধা পরিচয়ের নানান মাত্রিকতা আছে। তার অন্যতম হচ্ছে যে এ সত্তাবলয় আমি যত প্রসারিত করব, তত আমার সত্তার বৈচিত্র্য বাড়বে, সন্দেহ নেই। সেই বৈচিত্র্য যদি আমরা মেনে নেই, তার প্রতি যদি আমরা প্রত্যেকে শ্রদ্ধাশীল হই, তাহলে ঐ বৈচিত্র্য আমাদের শক্তি হয়ে দাঁড়ায়। কিন্তু মুশকিল হচ্ছে যে, আমরা প্রায়ই আমাদের বহুধা সত্তার একটিকেই বেছে নেই আমাদের একক ও অদ্বিতীয় সত্তা হিসেবে। এবং মনে করি সেটিই আমার শ্রেষ্ঠতম সত্তা— অন্য যাঁরা সে সত্তার অনুগামী নন, তাঁরা আমা চেয়ে নিকৃষ্টতর, আমার কাছে গ্রহণযোগ্য নন। সে অবস্হায় বিভাজন, বিরোধ ও সংঘর্ষ অবশ্যম্ভাবী।

উপর্যুক্ত চিত্রটি সবচেয়ে প্রকট হয়ে ওঠে ধর্মসত্তার ক্ষেত্রে।ধর্মসত্তা মানুষের একান্ত ব্যক্তিগত বিশ্বাস ও বোধের ওপর প্রতিষ্ঠিত। এ কথা মেনে নিয়ে অন্য সবার ধর্মসত্তার প্রতি আমরা প্রত্যেকে যদি শ্রদ্ধাশীল, সহিঞ্চু ও সহনশীল থাকি— ব্যক্তিগত, গোষ্ঠীগত ও রাষ্ট্রীয়পর্যায়ে, তাহলে যে কোন সমাজে বিভিন্ন ধর্মগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্হান সম্ভব। এবং আমাদের সমাজে সনাতন চিরায়তভাবে সেটাই তো হয়ে এসেছে।

কিন্তু কালক্রমে বিভিন্ন সমাজে এ জাতীয় ধর্মীয় সহিষ্ণ শ্রদ্ধাবোধ ও সহনশীলতা লুপ্ত হয়েছে এবং তার বদলে স্হান করে নিয়েছে ধর্মীয় উন্মাদনা, অসহিষ্ণুতা এবং অসহনশীলতা। তবে একটা প্রশ্ন থেকে যায়— বিভাজন তো অন্যান্য ক্ষেত্রেও আছে, কিন্তু তা তো একটা উন্মাদনাময়, অসহিঞ্চু সংঘর্ষে গিয়ে পৌঁছায় না। কই, অধূমপায়ীরা নানান পার্থক্য সত্ত্বেও ধূমপায়ীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন না? কিংবা কখনো কিন্তু শুনি নি যে উচ্চাঙ্গ সংগীতপ্রেমীরা অন্যান্য সঙ্গীতের কসিকজনদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছেন। তাহলে ধর্মের ক্ষেত্রে এলেই ব্যাপারটা একটা উন্মাদ, অসহিঞ্চু ও অসহনশীল রূপ নেয় কেন?

কারণ বোধ করি অনেক আছে— কিন্তু একটি কারণ হয়তো বেশ জোরালো। যেমন, ধূমপায়ী বনাম অধূমপায়ী প্রশ্নে যুক্তি, বিচারবুদ্ধি, তথ্য উপাত্ত কিংবা বিজ্ঞানমনস্কতা একটা ক্ষেত্র প্রস্তুত করে, যেখানে কোন চরম অবস্হান না নিয়েই একটি অর্থবহ বিতর্ক প্রায়শ:ই ঘটে। সেখানে ধূমপায়ী কিংবা অধূমপায়ী কেউই তাদের ধূমপান সত্তাকে তাঁদের একক ও অদ্বিতীয় স্বত্ত্বা হিসেবে চিহৃিত করেন না, তার শ্রেষ্ঠত্ব দাবী করা তো দূরের কথা। ফলে একটা শান্তিপূর্ণ সহাবস্হান সেখানে সম্ভব।

কিন্তু অন্যদিকে ধর্মীয় সত্তার ক্ষেত্রে অনেকেই তাদের অন্যসব সত্তাকে গৌন করে ধর্মীয় সত্তাকেই তাদের একমাত্র ও অদ্বিতীয় সত্তা: হিসেবে চিহ্নিত করেন। ফলশ্রুতিতে, এ সব ব্যক্তিবর্গ তাদের স্ব স্ব ধর্মের শ্রেষ্ঠত্ব, খাঁটিত্ব, কুলীনতা সম্পর্কে অনড় দৃষ্টিভঙ্গীসম্পন্ন একটি চরম অবস্হান নেন। এ পরিপ্রেক্ষিতে অন্যদের ধর্মীয় বিশ্বাস ও আত্মপরিচয়ের প্রতি তাঁদের নমনীয়তা, শ্রদ্ধাবোধ ও সহনশীলতা সম্পূর্ন বিলুপ্ত করে দিয়ে একটি ধর্মীয় উন্মত্ততা, অসহিঞ্চুতা ও সংঘর্ষের সূচনা হয়।

এ অনভিপ্রেত অবস্হটা এড়াতে হলে তিনটে বিষয় বোধহয় করা যেতে পারে। এক, আমরা শেকড়ে ফিরে যেতে পারি। ‘মানুষই প্রথম এবং প্রথমেই মানুষ’ এই ভিত্তিভূমি থেকে আমরা বলতে পারি যে মানবিকতাই সব মানুষের মৌলিক পরিচয় এবং সব সত্তার ন্যূনতম যোগসূত্র। দুই, উপর্যুক্ত কথাগুলোকে আমরা যদি মেনে নেই, তা’হলে অন্যের ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তাকে মেনে নেয়া, তার প্রতি সহিষ্ণু হওয়া সহজ হয়ে যায়। তিন, আমাদের স্ব স্ব ধর্মীয় বিশ্বাসটিকে আমরা যদি আমাদের ব্যক্তিগত নিজস্ব বলয়ে ধারন করি, তা’হলে ধার্মিক হয়েও আমরা ধর্মনিরপেক্ষ হত পারবে । এ তিনটে পন্হাকে অনুসরণ করলেই সব বিভাজন এবং সব সংঘর্ষ থেকে উত্তরণ সম্ভব হতে পারে।

আমি মনে করি চূড়ান্ত বিচারে যা আমি ধারণ করে আছিএবং যা আমাকে ধারণ করে আছে, তাই আমার ধর্ম। আমি ধারণ করে আছি সার্বজনীন মানবতা বোধ, মৌলিক মানবিক মূল্যবোধ, মুক্ত বুদ্ধি এবং মুক্ত চিন্তা। আমাকে ধারণ করে আছে আমাদের ইতিহাস ও ঐতিহ্য, আমাদের সংস্কৃতি ও জীবনবোধ, আমাদের সমাজ ও তার পরিমন্ডল। আমার ধর্ম এ সবকিছু নিয়েই আর সেখানে মানুষ হিসেবে আমার সবচেয়ে বড় ধর্ম আমার মানবিকতা।

সেলিম জাহান

(সেলিম জাহান ভূতপূর্ব পরিচালক মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য বিমোচন বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।)
ড: সেলিম জাহান একজন অর্থনীতিবিদ ও লেখক। কর্মজীবনে বছর দু’য়েক আগে জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনের পরিচালক ও মূখ্য লেখক হিসেবে অবসর গ্রহন করেছেন।তার আগে তিনি জাতিসংঘের দারিদ্র্য বিমোচন বিভাগের পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯২ সালে জাতিসংঘে যেগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন দীর্ঘ ২৫ বছর। উপদেষ্টা ও পরামর্শক হিসেবে কাজ করছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশন, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক শ্রম সংস্হাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

ড: জাহান লেখালেখি করছেন গত চার দশক ধরে। আশির দশকে বিভিন্ন পত্র-পত্রিকা এ সাময়িকীতে নিয়মিত লিখেছেন। রেডিও ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের জননন্দিত উপস্হাপক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯১-৯২ সালে বাংলাদেশ অর্থনীতি সমিতির মহাসচিব ছিলেন।ইংরেজী ও বাংলায় তাঁর প্রকাশিত গ্রণ্হের সংখ্যা এত ডজন এবং প্রকাশিত প্রবন্ধের সংখ্যা দেড় শতাধিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্হ: বেলা-অবেলার কথা, স্বল্প কথার গল্প, পরানের অতল গহিণে, শার্সিতে স্বদেশের মুখ, অর্থনীতি-কড়চা, বাংলাদেশের রাজনৈতিক-অর্থনীতি, Overcoming Human Poverty, Freedom for Choice, Development and Deprivation.

 

Facebook Comments

লেখকের অন্যান্য লেখা

  • সেলিম জাহানের মুক্তগদ্য: মাঝের ‘ম’টা কেটে দিন’
  • যে রহস্যের কিনারা হয়নি: সেলিম জাহান
  • সেলিম জাহানের মুক্তগদ্য: তৃষিত কপাল
  • সেলিম জাহান: সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে
  • সেলিম জাহানের মুক্তগদ্য: ‘কথার কথা’ কি?
  • সেলিম জাহানের মুক্তগদ্য: হারিয়ে গেছি আমি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ: নারী পথিকৃতেরা
  • চারদিকে যুদ্ধ: সেলিম জাহান
  • শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়: হিরণ্ময় স্মৃতি
  • বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: অনন্যতার নিরিখে
 সেলিম জাহান
Previous Postনাহার তৃণার নভেলা: অদ্বৈত পারাবার-পর্ব-৮ (শেষ)
Next Postট্রান্সট্রোমারের কবিতা: পর্ব-৪

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পাদনায়: আবদুর রব, ফেরদৌস নাহার, নান্নু মাহবুব

লেখা পাঠাবার ঠিকানা: [email protected]

অনুগ্রহ করে লেখা অভ্র ফন্ট অথবা ইউনিকোডে পাঠাবেন।

সাহিত্য ক্যাফেতে প্রকাশিত লেখার মতামত লেখকের নিজস্ব। লেখকের লেখার ও মতামতের জন্য সাহিত্য ক্যাফে কর্তৃপক্ষ দায়ী নয় ।

Back to Top